নওগাঁর আত্রাই থানা পুলিশ মাদকসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার ভবানীপুর গ্রামের মোহাম্মদ আলী ভোলার ছেলে আনোয়ার হোসেন ওরফে ডিজেল (৩২), বিহারীপুর রেলকলোনী গ্রামের রবিউলের ছেলে মো. আলম (৩৬), বেওলা গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে আবু তাহের এল্টু (৩৭), আহাদ আলীর ছেলে আব্দুস ছালাম (৪০) ও দীঘা মৈত্রীপাড়া গ্রামের মহালদারের ছেলে বাচ্চু হারদার।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার দিবাগত রাতে আত্রাই থানা পুলিশ পৃথক পৃথক অভিযনি চালিয়ে গাঁজা ও হিরোইনসহ তাদেরকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে আত্রাই থানায় মামলা রুজু করা হয়েছে। গতকাল শনিবার তাদেরকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।