পাইকগাছায় ইঞ্জিন ভ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আসমা বেগম (৫৫) নামে এক মহিলার করুন মৃত্যু হয়েছে। কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান জানান, ৪নং ওয়ার্ডের বাসিন্দা শেখ জাফর দর্জির স্ত্রী আসমা বেগম শুক্রবার সকালে ইঞ্জিন ভ্যান যোগে আত্মীয়ের বাড়ীতে যাচ্ছিল। তেলপাম্প পর্যন্ত পৌছানোর পরে ইঞ্জিন ভ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে তিনি গুরুতর আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করেন। খুলনায় নেওয়ার পথে পথিমধ্যে তার মৃত্যু হয় বলে স্থানীয় এ জনপ্রতিনিধি নিশ্চিত করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।