পাইকগাছায় উপজেলা ত্রৈ-মাসিক ফিশারিজ কো-ম্যানেজমেন্ট মিটিং অনুষ্ঠিত হয়েছে। সুনীল সমুদ্র অর্থনীতির সুফল আনায়ন ও মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে গৃহীত সরকারি প্রকল্প সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসসিএমএফপি) কম্পোনেন্ট-৩ এর আওতায় মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মিটিং অনুষ্ঠিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিএফ এ মিটিং এর আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ^াস, কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, ওসি (তদন্ত) সাঈদুর রহমান, এসডিএফ এর আ লিক সমন্বয়কারী কাজল, কো-ম্যানেজমেন্ট স্পেশালিস্ট শামছুল আলম, নৌ-ফাঁড়ি পুলিশের এসআই আকরাম হোসেন, মেরিন ফিশারিজ কর্মকর্তা চ ল মন্ডল, সহকারী মৎস্য অফিসার এসএম শহীদুল্লাহ ও ক্ষেত্র সহকারী রণধীর সরকার।