সারাদেশের ন্যায় একদিনে এক কোটি কোভিড-১৯ ভ্যাকসিন ক্যাম্পেইন এর মাধমে ১ম ডোজ টিকা সফল ভাবে সম্পন্ন উপলক্ষে দিনাজপুরের হিলিতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৬ফেব্রুয়ারী) বিকেল ৫ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীকলা একাডেমীর শিল্পীরা।
ডাঃ শ্যামল কুমার দাস বলেন, সরকারি ঘোষণা অনুযায়ী এক দিনে এক কোটি কোভিড- ১৯ করোনার ১ম ডোজ টিকা সম্পূর্ণ করতে উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১২ টি কেন্দ্রে দিনব্যাপী করোনার ১ম ডোজ টিকা দেওয়া হয়। সফল ভাবে করোনার ১ম ডোজ সম্পূর্ণ হওয়ায় উপজেলা পরিষদসহ তিনটি ইউনিয়নে সরকারি নির্দেশনা অনুযায়ী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এসময় সেখানে হাকিমপুর উপজেলা নিবার্হী অফিসার নুর-এ আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামল কুমার দাস, হাকিমপুর উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, হিলি পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন ডালিম, স্বেচ্ছাসেবী সংগঠন হাকিমপুর ফাউন্ডেশনের সভাপতি সোহাগ মন্ডলসহ অনেকে উপস্থিত ছিলেন।