ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার বারবাজারে এল পি গ্যাসের গাড়ির চাপায় হেমেলা বেগম (৩৮) নামের এক মহিলা নিহত হয়েছে। রোববার বিকাল সাড়ে ৫ টার দিকে যশোর- ঝিনাইদহ মহাসড়কের কালীগঞ্জ উপজেলার বারবাজার পুরাতন হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
সে কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের রড মিস্ত্রি জালাল হোসেনের স্ত্রী। হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ্ উদ্দিন দুর্ঘটনাটি সত্যতা নিশ্চিত করেন।
নিহতর স্বামী জানান, যশোর সাতমাইল নওদাগা গ্রামে মেয়ের বাড়ি থেকে নিজ গ্রামের বাড়ি মোটর সাইকেলে ফিরছিলাম। বারবাজার বাসস্ট্যান্ড পার হয়ে পুরাতন হাইওয়ে থানার সামনে আলমসাদু বোঝায় খড়ির গাড়িতে বেঁধে ছিটকে পড়ে এল পি গ্যাসের গাড়ির নিচে চাপা পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।