ঝিনাইদহ জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ঝিনাইদহের পরিচিত মুখ উজ্জল বিশ্বাস আরে নেই। শনিবার বেলা ১১টার দিকে তিনি ঢাকার গনস্বাস্থ্য হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনী রোগে ভুগছিলেন। উজ্জল বিশ্বাসের মৃত্যুতে শ্রমিক ও মালিকদের মাঝে শোকের ছায়া নেমে আসে। ঢাকা থেকে মৃতদেহ তার পাগলাকানাই সড়কের বাসভবনে পৌছালে স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। উজ্জল বিশ্বাস ৯০ এর গনআন্দোলন ও ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ ন্যায়সঙ্গত বিভিন্ন আন্দোলনে অগ্রগনি ভুমিকা পালন করেন। তিনি ওয়ার্কাস পার্টির ঝিনাইদহ জেলা শাখার সদস্য ছিলেন বলে জানা গেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।