কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন, প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ’ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে প্রতিবন্ধী শিশু ও অভিভাবকদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শহরের ধোপাঘাটা ব্রীজ এলাকায় এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেন এইড ফাউন্ডেশনের এসইএস-ডিসিবি প্রকল্প। জাতীয় ও আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতায় শহরের বিভিন্ন স্থান থেকে আসা শিশু ও তাদের অভিভাবকরা অংশ নেয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তরিকুল ইসলাম এইড ফাউন্ডেশনের প্রতিবন্ধী শিশু পুনর্বাসন কর্মসূচির সহকারি পরিচালক সুরাইয়া পারভীনসহ অন্যান্যরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।