দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার অ্যালান ডোনাল্ডকে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার (৫ মার্চ) বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।
জালাল ইউনুস বলেছেন, বোলিং কোচের তালিকায় বেশ কয়েকজন ছিল। সেখান থেকে আমরা অ্যালান ডোনাল্ডকে বেচে দিয়েছে। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের সময় দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
ডোনাল্ডের দায়িত্ব নেয়া প্রসঙ্গে জালাল ইউনুস বলেছেন, আপাতত ডোনাল্ডের সঙ্গে আমাদের চুক্তি অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। এরপর আমরা আলোচনা করব চুক্তি নবায়ন করা যায় কি না।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।