পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দানবীর আলহাজ¦ ফসিয়ার রহমানের কর্মময় জীবনের উপর আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার শাহাপাড়া শেখ নুরুল ইসলাম হোসনেয়ারা পুষ্প ইসলামী ফাউন্ডেশন ও হাফেজিয়া মাদরাসা মাঠে ড. গাজী সিরাজুল ইসলাম পাবলিক লাইব্রেরী এ অনুষ্ঠানের আয়োজন করে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাডঃ শেখ অলিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ওসি (তদন্ত) সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস, অধ্যক্ষ রবিউল ইসলাম, সবুজ মৎস্য খামারের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ ইসতিয়ার রহমান শুভ, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, মুক্তিযোদ্ধা জামির হোসেন, এসআই আনজির হোসেন। শেখ আইয়ুব হোসেনের স ালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কৃষকলীগনেতা আব্দুল করিম ও মাসুদ রেজা খান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।