দামুড়হুদার পুড়াপাড়ায় মন্দীর উন্নোয়নের জন্য আর্থিক অনুদান দেওয়া হয়েছে।চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলি আজগার টগর ও দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবুর সহোযোগীতায়া উপজেলার পুপাড়ায় অর্থিক অনুদান প্রদান করা হয়।গতকাল বৃহস্পতিবার রাতে পুড়াপাড়া মন্দির চত্বরে উন্নোয়নের জন্য এমপি ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের পক্ষ থেকে দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক হযরত আলি ৫০হাজার নগদ অর্ধ মন্দির কমিটির সভাপতি শ্রী মিঠুন পাল ও সাধারন সম্পাদক ও শ্রী ভজোহরি পাল সরকারের হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য দামুড়হুদা উপজেলা কৃষক সংগঠনের সভাপতি,২নং ওয়ার্ড আওয়ামীলীগের প্রচার সম্পাদক সামসুল ইসলাম,অর্থসম্পাদক শমশের আলি,আব্দুল আলিম,মতিয়ার রহমান, নির্মল কুমার বিশ্বাস সহ স্থানীয় নেতৃবৃন্দু ও পুড়াপাড়া মন্দির কমিটির সদস্যবৃন্দু সনাতন ধর্মাবলম্বী গণ।