দামুড়হুদা সদরে বাসস্টান্ড এলাকা থেকে ৪ টি ককটেল সুদৃশ্য উদ্ধার করেছেন দামুড়হুদা মডেল থানা পুলিশ। মঙ্গলবার সকাল ১০ টার দিকে দামুড়হুদা বারো মার্কেটের পিছনে থেকে এ ককটেল উদ্ধার করা হয়।
জানাযায়, দামুড়হুদা সদর বাসস্টান্ডের বরো মার্কেটের পিছনে ৪ টি ককটেল বোমা পড়ে থাকতে দেখে স্থানীয় জনগণ ৯৯৯ এ ফোন করে। পরে দামুড়হুদা মডেল থানার এস আই মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে পরিত্যক্ত আবস্থায় বালতির ভিতর পানির মধ্যে ডুবিয়ে ৪ টি ককটেল বোমা উদ্ধার করেন।
দামুড়হুদা মডেল থানার তদন্ত ওসি আব্দুল আল মামুন সত্যতা নিশ্চিত করে বলেন, পরিত্যক্ত আবস্থায় বোমা পড়ে আছে এমন খবর জনগণ ৯৯৯ ফোন করেন।পরে আমরা জানতে পেরে তা উদ্ধার করা হয়। এর কর্য্যকারি ক্ষমতা কম করার জন্য পানিতে ভিজিয়ে রাখা হয়
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।