চুয়াডাঙ্গার দামুড়হুদা দশমী পাড়ার একমাত্র দীর্ঘ প্রায় ৫০ বছরের পুরাতন ক্লাবটি আবার নুতন রুপে ফিরছে।দশমী স্টারক্লাবে নিজস্ব জমিতে গড়ে তোলা হচ্ছে নতুন ভবন।গতকাল বুধবার বেলা১১ দিকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তুর উদ্বোধন করা হয়েছে।দামুড়হুদা সরকারী মাধ্যমিক বয়েজ স্কুল সড়কে ক্লাবের সভাপতি,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য শফিউল কবির ইউসুফ এই ভবনের ভিত্তিপ্রস্তুর উদ্বোধন করেন। দীর্ঘ দিনের পুরাতন ক্লাবটি অস্থায়ী ভাবে কার্যক্রম চলছিল। প্রায় ৪/৫ বছর আগে ক্লাবের ভবনটি পরিত্যক্ত হয়ে পড়ার পর থেকে এর নাম নিশানা মুছে যাওয়ার মত অবস্থার সৃষ্টি হচ্ছিল।ক্লাবটি টিকিয়ে রাখতে ক্লাবের সভাপতি শফিউল কবির ইউসুফ উদ্দোগী হয়ে উঠে।তারই প্রচেষ্টায় চুয়াডাঙ্গা জেলা পরিষদের উন্নয়ন মুলক তহবিল থেকে ৬লক্ষ টাকা ব্যায়ে ক্লাবের নিজস্ব জমিতে দুই কক্ষ বিশিষ্ঠ ভবন নির্মান কাজের ভিত্তিপ্রস্তর করা হয়।এসময় উপস্থিত ছিলেন,ক্লাবের সহ-সভাপতি আব্দুল হালিম ভুট্টু,সাধারন সম্পাদক আবুল হাসেম,সদস্য আবু বকর,আরিফুল ইসলাম,আলা উদ্দীন প্রমুখ।# #