পাইকগাছার ইউএনও মমতাজ বেগম আরো একটি বাল্যবিবাহ বন্ধ করেছেন। উপজেলার রাড়ুলী গ্রামের শেখ হাবিবুর রহমান নোটারি পাবলিকের মাধ্যমে বয়স বাড়িয়ে তার অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বুধবার বিকাল ৩টার দিকে মেয়ের নানার বাড়ি হরিঢালীতে নিয়ে পাশর্^বর্তী তালা উপজেলার মোস্তফা গাজীর ছেলে আছাদুল গাজীর সাথে বিয়ের আয়োজন করে। কিশোর-কিশোরী ক্লাবের মাধ্যমে এ খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর নির্দেশনায় উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন ও ইউনিয়ন লিডার ফয়সাল হোসেন বিয়ের আসরে অভিযান চালিয়ে মেয়ের অভিভাবককে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মমতাজ বেগম মেয়ের অভিভাবককে বাল্যবিবাহ নিরোধ আইনে ২হাজার টাকা জরিমানা করেন এবং প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেওয়ার জন্য নির্দেশনা দেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।