পাইকগাছা থেকে বন্যপাখি ধরার সরঞ্জাম সহ দুই শিকারীকে আটক করা হয়েছে। আটককৃত দু’জনকে জরিমানা করা হয়েছে। ঘের অধ্যুষিত অত্র এলাকায় কতিপয় পাখি শিকারীরা মৌসুমের বিভিন্ন সময়ে এলাকার খাল-বিল ও চিংড়ি ঘের থেকে পাখি শিকার করে আসছিল। এমন খবরের ভিত্তিতে বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার কর্মকর্তারা বৃহস্পতিবার দুপুরে উপজেলার শামুকপোতা বাজারে অভিযান চালিয়ে পাখি ধরার ফাঁদ, জাল ও পাখি আকৃষ্ট করার ইলেকট্রনিক্স সরঞ্জাম সহ দুই শিকারীকে আটক করে। আটকৃতরা হলেন রামনগর গ্রামের আব্দুল ওহাব গাজীর ছেলে রবিউল গাজী (৪০) ও একই এলাকার মিনাজ উদ্দীন বিশ^াসের ছেলে মিজানুর রহমান বিশ^াস। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বন্যপ্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইনের আওতায় আটক দু’জনকে ১৫ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেন এবং জব্দকৃত সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস করেন। এ সময় উপস্থিত ছিলেন, বন্যপ্রাণি ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য্য ও পেশকার প্রতুল জোয়াদ্দার।