পাইকগাছা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জামায়াত-বিএনপি’র দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা যুবলীগের সাবেক কমিটি এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। শনিবার সকালে বিক্ষোভ মিছিলটি বাসস্ট্যান্ড থেকে শুরু করে পৌর বাজার প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সাবেক আহবায়ক ও জেলা আওয়ামী লীগনেতা শেখ আনিছুর রহমান মুক্তর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, যুবলীগনেতা আব্দুর রাজ্জাক রাজু, আকরামুল ইসলাম, কেডি বাবু, গৌতম রায়, আব্দুল বারিক, মানবেন্দ্র মন্ডল, প্রসেন বাবু, প্রসেনজিৎ, আনিছ গাজী, টিএম হাসানুজ্জামান, স¤্রাট সরদার, দীপংকর মন্ডল, অনিমেষ মন্ডল, দেবু মন্ডল, এসএম কবির উদ্দীন, আল-ইদ্রিস, শেখ জামাল হোসেন, মনি গাজী, অসীত মন্ডল, মান্না দে, মলয় মন্ডল, করিম মিস্ত্রী, সাইফুল ইসলাম, শেখ রাজু আহমেদ, বিলাশ মন্ডল, মোল্লা আনিছ, সুরুজিৎ রায়, বিশ^জিৎ দফাদার, নাছিম, মৌদুদ, শিহাব বাবু, ¯েœহেন্দু বিকাশ, ভ‚ধর চন্দ্র বিশ^াস, আশরাফুল ইসলাম সবুজ, আশীষ দত্ত, দীপংকর, রিংকু সরদার, অভিজিৎ রায়, অমরেশ গাইন, আতিকুর, মঈন মিস্ত্রী ও সৃকৃতি সানা।