ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জামাল পাশা, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম, অধ্যাপক মোঃ শাহাজাহান, সরকারি রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক রেজভী জামান, জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার দাশ লক্ষণ, প্রমূখ
এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ফরিদপুর আঞ্চলিক শাখার উপদেষ্টা সদস্য ও আলিয়াবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ আজমল হোসেন সাবু, সভাপতি এ্যাড ছামাদ, সাধারণ সম্পাদক মুকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক এ্যাড প্রণব চক্রবর্তী, দপ্তর সম্পাদক পংকজ কুমার (পি.কে) মন্ডল প্রমুখ।
ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান,
এ সময় মানবাধিকার সংস্থা ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড প্রদীপ কুমার দাস লক্ষণ, এ্যাড আসাদুজ্জামান, এ্যাড সোহেলসহ মানবাধিকারের জেলা মহিলা বিষয়ক কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।