ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ মেমোরিয়াল ডে পালন করা হয়েছে। আজ বেলা ১১ টায় ফরিদপুর পুলিশ লাইনে জেলা পুলিশের উদ্যোগে ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২২’ উপলক্ষে জেলা পুলিশ সুপার আলিমুজ্জামান এর সভাপতিত্বে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পিবিআই প্রধান পুলিশ সুপার জনাব মাহফুজুর রহমান, ফরিদপুর র্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ শফিকুল ইসলাম, হাইওয়ে পুলিশ সুপার জনাব আব্দুল হামিদ সহ অন্যান্যরা।উল্লেখ্য যোগ্য কর্মসূচির মধ্যে ছিলো, বিগত বছরে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্বরনে গার্ড অব অনার প্রদান, পুষ্পস্তবক অর্পণ এবং তাদের মাগফেরাত কামনায় মোনাজাত। এছারাও জেলার সকল পুলিশ সদস্য এবং তাদের পরিবারদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এ সংবাদ লেখা পর্যন্ত অনুষ্ঠানটি চলছিল।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।