মেহেরপুর সদরের কলাইডাঙ্গা গ্রামে বেসরকারী সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে গবাদি পশুকে রোগমুক্ত রাখতে দিনব্যাপী টিকা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকাল খেকে কলাইডাঙ্গা গ্রামে শত শত গরু ও ছাগলকে ক্ষুরা রোগ ও পিপিআর এর টিকা প্রদান করা হয়। প্রকল্প ম্যানেজার হাসান আল শরীফ বলেন, প্রতিবছর আমাদের দেশে বিপুল সংখ্যক গবাদী পশু ক্ষুরা ও পিপিআর রোগে আক্রান্ত হয়ে মারা যায়। বিগত ছয় বছর যাবত এ প্রকল্পের আওতায় ওয়েভ ফাউন্ডেশন বিনামূল্যে ক্ষুরা ও পিপিআর রোগের টিকা প্রদান করে আসছে। টিকা দেয়ার ফলে বর্তমানে গবাদী পশুর মৃত্যুহার অনেক কম। এসময় উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশন বারাদী শাখার ব্যবস্থাপক লিটন হোসেন, টেকনিক্যাল উজ্জল হোসেন (প্যারাভেট শীপ ফার্ম), এলএসটি আবুল হোসেন ও মফিজুল ইসলাম।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।