মেহেরপুর সদরের বারাদীতে বেসরকারী সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে ও পিকেএসএফ বাস্তবায়নাধীন প্রকল্পভুক্ত খামারীদের দক্ষতা উন্নয়নে গবাদী প্রাণী লালন পালন ঝুঁকিহ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় ওয়েভ ফাউন্ডেশন বারাদী শাখার অফিস হলরুমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রকল্পভুক্ত ৩০ জন খামারিদের নিয়ে গবাদি প্রাণীর লালন-পালনে ঝুঁকি হ্রাস বিষয়ক এই প্রশিক্ষণ প্রদান করা হয়।প্রশিক্ষনে গবাদি প্রাণীর বাসস্থান খাদ্য ব্যবস্থাপনা প্রজনন ও রোগের প্রতিষেধক ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। খামারিদের প্রশিক্ষণ প্রদান করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ও ওয়েভ ফাউন্ডেশন এর প্রকল্প সমন্বয় হাসান আল শরীফ। এসময় উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশন বারাদী শাখার ব্যবস্থাপক লিটন হোসেন, টেকনিক্যাল উজ্জল হোসেন (প্যারাভেট শীপ ফার্ম)।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।