যশোরের শার্শা উপজেলায় জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। ‘সত্য-মিথ্যা যাচাই আগে-ইন্টানেটে শেয়ার পরে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার (১২ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান ও আইসিটি অফিসার আহসান কবির প্রমুখ।
উপস্থিত বক্তাগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোন বিষয় ভাল ভাবে জেনে সত্যতা যাচাই করে শেয়ার করাসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।