বর্ণাঢ্য শোভাযাত্রা, কেককাটা, স্মরণিকা’র মোড়ক উন্মোচন, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিব্সা সাহিত্য অঙ্গন ও সমাজ কল্যাণ সংস্থার চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পাইকগাছা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের সভাপতি সুরাইয়া বানু ডলির সভাপতিত্বে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, প্রভাষক ময়নুল ইসলাম, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, খালেকুজ্জামান, প্রাক্তন প্রধান শিক্ষক অপু মন্ডল। প্রভাষক বজলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এসআই মোস্তাফিজ, সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, প্রভাষক লুৎফা ইসলাম, নাজমিন নাহার, মোমিন উদ্দীন, আব্দুল ওহাব বাবলু, অনিতা রানী মন্ডল, আফরোজা পারভীন শিল্পী, শেখ জাহিদুজ্জামান, এস রোহতাব উদ্দীন, পলাশ মন্ডল, সুফল মন্ডল, জিন্নাতুন্নেছা পান্না, সাধনা সরকার, কৃষ্ণা ব্যানার্জী, মোকলেসুর রহমান, জেলা যুবলীগনেতা শামীম সরকার, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, নাজমা কামাল, ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি, শামছুন্নাহার রোজি ও পুষ্পিতা পারিজাত টিপ।