ঝিনাইদহের শৈলকুপায় ১২নং নিত্যানন্দনপুর ইউনিয়ন পরিষদের ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১০টি কেন্দ্রে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে প্রতিটা কেন্দ্রে ছিল ভোটারদের উপচেপড়া ভিড়। কোথাও কোন অপ্রিতিকর ঘটনা ছাড়া ভোট গ্রহন সম্পন্ন হয় বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা জুয়েল আহমেদ। ইউনিয়নটিতে মোট ভোটার সংখ্যা ১৮৪৪২। নৌকা প্রতিকের প্রার্থী মফিজুল ইসলাম ৯ হাজার ১২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র মোটর সাইকেল প্রতিকের ফারুক হোসেন পেয়েছেন ৫ হাজার ১৭৬ ভোট।ইউনিয়নটিতে ৩ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন বলে তিনি জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।