“সবুজ বিবেক”
………… মুন্সি কবির
বলতে দিও কথা, চৌমাথাতে যেমন কলরব
বোতাম ভাঙা চাঁদের ইকির মিকির…
সেটুক হলেই আমার পরাভব।
আমরা এখন কথার চাটাই বুনি
ফুরিয়ে গেছে উঠোন জোড়া ধান
স্রোতের গায়ে থুয়ে আসি পাপ
তীরের মুখে সবটুকু সম্মান।
যখন তখন ঠিকরে ওঠে ইস্যু-
কেউ বাদামে কেউবা কথায় ফাঁসে
মূল্য-গাছে বাঁদর লাঠি ঝোলে
গণমনে তার কী কিছু আসে?
আমরা এখন পুকুর-ডাঙা খেলি
দীঠি ঘরে ভূত স্মৃতিদের বাস
চোখের জেদে ডালিম রঙা রোদ
মানুষ এখন এমনি পেলেই ব্যাস্।
জ্বালতে জানলে আগুন হয়না ধোঁয়ায়
কথার শুরু মুখের থেকেই ফোঁটে
ফিরবে ঠিকই সব স্বাধীনের আলো
আঁধার সরে আলোর বিশ্ব-গোঠে।।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।