পাইকগাছা পৌরসভার ঐতিহ্যবাহী ১৪০ নং সরল দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনের লক্ষে শনিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে প্রভাষক আছাবুর রহমান শিমুলকে সভাপতি ও আবিদা সুলতানা তুরানীকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সদস্য সচিব প্রধান শিক্ষক আশুতোষ কুমার মন্ডল, দাতা সদস্য আমজাদ আলী গাজী, মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি মাখন লাল সরদার, শিক্ষক প্রতিনিধি ফাতেমা আখতার, অভিভাবক সদস্য সীমা দাশ, মরিয়াম খাতুন, আবুল কালাম আজাদ, মিজানুর রহমান, কাউন্সিলর মোঃ আব্দুল গফফার মোড়ল। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।