চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার আব্দুল ওয়াদুদ শাহ ডিগ্রী কলেজ থেকে চলতি বছরে এইচ এসসি পরিক্ষায় অংশগ্রহন করেন (বি এম) বিজনেস ম্যানেজমেন্ট বিভাগ থেকে জিপিএ ৪.৪২ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। মোছাঃ ফারজানা আক্তার বর্ষা দামড়–হুদা দেউলী গ্রামের মো ঃ আয়নাল হুসাইন, মা মোছাঃ ফিরোজা বেগমের কন্যা।
এক ছেলে ও এক মেয়ের মধ্যে বর্ষা ছোট। তিনি এ ফলাফলের জন্য সর্ব প্রথম সৃষ্টিকর্তাকে স্বরণ করেন। তার এই সফলতার জন্য তার বাবা-মা,ভাই,বন্ধু-বান্ধবী বিশেষ করে কলেজের বিভাগীয় প্রধান সহ সকল শিক্ষকদের নিকট চিরকৃতজ্ঞ । ভবিষ্যতে উচ্চ লেখাপড়া করতে চাই এ জন্য দেশ বাসির নিকট দোয়া চেয়েছেন ।
উল্লেখ্য, ফারজানা আক্তার বর্ষা দেশের বহুল প্রচারিত জাতিয় দৈনিক খবর পত্র পত্রিকার উপজেলা প্রতিনিধি ও শাপলা টিভি বাংলা নিউজ পোর্টালের নির্বাহী সম্পাদক এবং দর্শনা প্রেস ও সাংবাদিক সমিতির সদস্য আব্দুর রহমান’র সহধর্মীনি।