আজ ১৬ ডিসেম্বর। বাংলার বিজয়ের দিন৷ আজ থেকে ৫০ বছর আগে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাঙালী পেয়েছিলো মহান বিজয়। সেই জাতির বীর সন্তানদের শ্রদ্ধা নিবেদন করতে জাতীয় স্মৃতিসৌধে এসেছেন সর্বস্তরের মানুষ।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিজয়ের প্রথম প্রহরে বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর সকাল ৭ টা থেকে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন দলে দলে স্মৃতিসৌধের শহিদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
দেখা গেছে, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারস্থ জামালপুর ঢাকা জেলা সমিতির সকল নেতৃবৃন্দ ও আমিন মডেলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমিন হোসেন ও সমিতির নেতাকর্মীরা। দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসছে সাভারের জাতীয় স্মৃতিসৌধে। বিভিন্ন সংগঠন তাদের ব্যনার হাতে নিয়ে ও বিভিন্ন স্লোগান দিয়ে সারিবদ্ধভাবে দাড়িয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।