জীবিকার তাগিদে পোশাক কারখানার কর্মী মা ও তাদের বাবা তিন শিশু সন্তানকে ঘরে তালা আটকে গিয়েছিলেন কর্মক্ষেত্রে।
কাজের প্রয়োজনে এভাবেই প্রতিদিন বাইরে যেতেন তারা। তবে আজ যা ঘটতে চলেছিলো তা দুঃস্বপ্নেও ভাবেননি তারা ।
ময়মনসিংহের ভালুকায় একটি তালাবদ্ধ বসতঘরে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের আগুনে পুড়ে তিন শিশু ভাই-বোনের ভয়াবহ মৃত্যুর ঘটনা ঘটেছে।
গতকাল রবিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার সিডস্টোর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ভালুকা থানার ওসি কামাল হোসেন জানান, নিহতরা হলো—খাদিজা (৫), রায়হান (৩) ও রাদিয়া (২)।
সুমন ও তাঁর স্ত্রী পোশাক কারখানার কর্মী। তাঁরা সন্ধ্যার পর তিন শিশুকে ভাড়া বাসায় রেখে বাইরে তালা দিয়ে বের হয়েছিলেন।
মা-বাবা আসার আগেই রাত সাড়ে ৯টার দিকে বিস্ফোরণ ঘটলে মুহূর্তেই আগুন টিনের ঘরে ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসীর সহযোগিতায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নেভানোর পর তিন শিশুর অঙ্গার দেহ উদ্ধার করা হয়।
ওসি জানান, রান্নাঘরের চুলার সিলিন্ডার গ্যাসের বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্যাস সিলিন্ডার থেকে বসতঘরে আগুন লাগে। স্থানীয়রা ফায়ার স্টেশনে খবর দেয়। দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরে ভস্মিভূত ঘরে ঢুকে তিন শিশুর পোড়া লাশ উদ্ধার করা হয়।
আল মামুন জানান, নিহত তিন শিশুকে তাদের বাবা-মা ঘরে তালা দিয়ে বাইরে গিয়েছিলেন। শিশুরা ঘরে ঘুমাচ্ছিল। পাশের ঘরে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে।