সৌদি আরবের কিং খালেদ বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
বুধবার (১৫ ডিসেম্বর) হুথি বিদ্রোহীদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বলেন, সৌদি আরবের কিং খালেদ বিমানঘাঁটির হ্যাঙ্গার লক্ষ্য করে কমপক্ষে পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। এছাড়া, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান অঞ্চলেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
জেনারেল সারিয়ি বলেন, ইয়েমেনের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সৌদি জোটের বিমান হামলা বেড়ে যাওয়ার জবাবে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র, রসদ ও রাজনৈতিক সমর্থন নিয়ে সৌদি আরব ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহাল ও হুথি গেরিলাদের নির্মূলের লক্ষ্য নিয়ে এ হামলা শুরু হয়।