গোপালগঞ্জে মোড়কের মূল্য মুছে ও বেশি দামে সয়াবিন তেল বিক্রি করার দায়ে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবা দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান এ জরিমানা করেন।
সহকারী পরিচালক শামীম হাসান জানান, দুপুরে গোপালগঞ্জ জেলা শহরের বড় বাজারে অভিযান চালানো হয়। এ সময় পাঁচ লিটারের বোতলের মোড়কে মূল্য মুছে বিক্রি করার অপরাধে একটি মুদি দোকানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া পাঁচ লিটারের বোতল খোলা অবস্থায় বেশি দামে এবং মূল্য তালিকায় প্রদর্শিত নির্ধারিত ১৬২ টাকার স্থলে ১৭৩ টাকা বিক্রি করার অপরাধে আরও দুই মুদি দোকানের মালিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযান চলাকালে জেলা বাজার কর্মকর্তা আরিফ হোসেন, ক্যাব গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোজাহারুল হক বাবলুসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।