দিনাজপুর হিলিতে মাস্ক না পড়ায় পথচারী, দোকান, মোটরসাইকলে চালকসহ ৪জনকে ৮শ টাকা জরমিানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতবিার (৩ ফেব্রুয়ারী) দুপুরে হিলি বাজারে অভিযান পরিচলনা করে উপজেলা নিবার্হী র্কমর্কতা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম তাদের এই জরিমানা করেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম বলেন, করোনা সংক্রামন রোধে সরকারি বিধি নিষেধ আরোপতি রয়েছে সেগুলো বাজারে সাধারন মানুষজন মানছে কিনা সেটি নিশ্চিত করতে নিয়মিত ভাবে অভিযান পরচিালনা করা হচ্ছে। আজ মাস্ক না পড়ায় ও স্বাস্থ্যবিধি না মানায় ৪জনকে ৮শ টাকা জরমিানা করা হয়েছে। করোনা সংক্রমণ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।