গোলাম রব্বানী হিলিঃভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এক দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন হিলি স্থলবন্দরের আমদানি রফতানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন।
তিনি বলেন, ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ২৬ জানুয়ারি ওই দেশে সরকারি ছুটি ঘোষণা করেন। ফলে এক দিন পণ্য আমদানি রফতানি বন্ধ থাকার আজ সকাল থেকে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রমসহ বন্দরের সকল কার্যক্রম পূর্বের নিয়মে চালু হয়েছে।
হিলি বন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক বলেন, ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এক দিন বন্ধের পর বন্দরে পণ্য আমদানি রফতানি আবারও শুরু হয়েছে। বন্দরের অভ্যন্তরিন কার্যক্রম দেশীয় ট্রাকে পণ্য লোড- আনলোড স্বাভাবিক ছিলো।
এদিকে, হিলি ইমিগ্রেশন (ওসি) সেকেন্দার আলী বলেন, বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি চেকপোস্ট দিয়ে ভারতে আটকা পড়া পাসপোর্টধারী যাত্রী দেশে ফেরত আসা স্বাভাবিক ছিলো।