কার্পাসডাঙ্গা প্রতিনিধি:চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নের চারুলিয়া গ্রামের স্কুল পাড়ার
দীনি খাঁর ছেলে খোকন এর স্কুল পড়ুয়া মেয়ে মহাজন পুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী নাসিমার সাথে মেহেরপুর জেলার মহাজনপুর গ্রামের জৈনক রাজন এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।গত পরশু রোববার গভীররাতে প্রেমিককে কাছে ডেকে নেই নাসিমা।এসময় তারা এক রুমে অবস্থান করে অন্তরঙ্গ মূর্হুর্ত পার করতে থাকে।হঠাৎ করে তার বাবা তার মেয়ের ঘরের অন্য পুরুষের উপস্থিতি টের পেয়ে দুজনকে হাতেনাতে ধরে ফেলে।ও প্রেমিক রাজনকে বেধড়ক মারপিট করে সারারাত বাড়িতে আটকে রাখে।গতকাল সোমবার সকালে বিষয়টি এক কান দুকান করে জানাজানি হলে উপায়ন্তর না দেখে প্রেমিক যুবককে পুলিশে দেয় নাসিমার বাবা।গোপনসুত্রে জানা গেছে সচুতুর খোকন তার মানসম্মান বাঁচাতে অন্য কোন নাটক করে ছেলেটিকে মিথ্যা কোন অপবাদ দিয়ে অন্য তথ্যও প্রচার করতে পারে বলে ধারনা অনেকের ।এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আ:খালেকের সাথে কথা বললে তিনি জানান ছেলেটিকে একটি মামলায় আদালতে সোর্পদ করা হয়েছে।