স্টাফ রিপেরোটার: চুয়াডাঙ্গায় ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে দুই নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) ভোরে সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃত শিশুরা হলো- সদর উপজেলার বোয়ালমারী গ্রামের দিবাকর কুমারের চার দিনের ছেলে জয় এবং সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের জাহিদুল ইসলামের দু’দিন বয়সী ছেলে সোয়াইদ।চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সোহরাব হোসেন জানান, ডায়রিয়া ও শিশু ওয়ার্ডে গত দু-তিন দিন ধরে রোগীর চাপ বাড়ছে। ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি হয়। এরপরদিন বুধবার ভোরে হাসপাতালে চিকিসাধীন অবস্থায় ওই দুই নবজাতকের মৃত্যু হয়। তাদের ওজনও তুলনামূলকভাবে কম ছিল।
বুধবার সকাল ৮টা পর্যন্ত সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ২৩ জন ডায়রিয়া রোগী ভর্তি ছিল। এর মধ্যে ১৭ জনই শিশু। শিশু ওয়ার্ডে ভতি ছিল ২৭ জন। এদের বেশিরভাগই ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত।চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান, চলতি শীত মৌসুমে কয়েকদিন ধরে তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে উঠানামা করেছে। বুধবার চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়ায় বলেও জানান তিনি