দামুড়হুদা, কুড়ালগাছি বাগান পাড়া যুব সমাজের উদ্যোগে মরহুম আলী রহমান স্বর্ণকার স্মৃতি ব্যাটমিন্টন টুর্ণামেন্ট -২০২১ অনুষ্ঠিত হয়েছে। ব্যাটমিন্টন টুর্ণামেন্টে যে সকল এলাকা অংশ গ্রহণ সেগুলো হলো কানাইডাঙ্গা একাদশ, মদনা একাদশ, কুড়ালগাছি, দর্শনা ও সাড়াবাড়িয়া একাদশ। গতকাল বৃহস্পতিবার ( ৭ই জানুয়ারি) সন্ধ্যা ৭ঃ০০ ঘটিকার সময় কুড়ালগাছি বাগান পাড়ায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন এলাকার কৃতি সন্তান জনমানুষের বন্ধু শাহ ইনামুল কবির ইনু চেয়ারম্যান কুড়ালগাছি ইউনিয়ন পরিষদ। স্থানীয় জন -প্রতিনিধিরা সহ টুর্ণামেন্ট কমিটির সদস্যরা। টুর্ণামেন্টের পরিচালনার দায়িত্বে ছিলেন মোঃ রাজু আহমেদ, মোঃ পিন্টু মিয়া। আরো উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ আলী আজগর সোনা, সাংবাদিক মোঃ মাসুদুর রহমান। আজ শুক্রবার উক্ত টর্ণামেন্টের বাকি খেলাটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭ঃ০০ ঘটিকার সময়। কুড়ালগাছি বাগান পাড়ায় এমন খেলে দেখতে জন – মানুষের ঢল নেমে এসেছে। খেলার সকল প্রকার খবর পেতে চোখ রাখুন জনপ্রিয় অনলাইন মানবতা টিভি চ্যানেলের পর্দায়।