ভারত থেকে আমদানি করা হচ্ছে পেয়াজ,আর সেই পেয়াজের একটি বড় চালান গতকাল মঙ্গলবার সকালে দর্শনা আন্তর্জাতিক রেল বন্দরে প্রবেশ করেছে । নতুন বছরে এই প্রথম পেয়াজের বড় চালান দর্শনা বন্দরে এসে পৌছালো। বন্দর কর্তৃপক্ষ জানান ভারত থেকে আমদানি করা (মোট ১৬শ মেট্রিক টন) ৪২ ওয়াগনে আসা পেয়াজের মধ্যে ৩০ ওয়াগন পেয়াজ যশোর নওয়া পাড়ায় নেয়া হয়েছে, বাকি ১২ ওয়াগন পেয়াজ দর্শনা বন্দরেই খালাশ করে ট্রাক যোগে দেশের বিভিন্ন স্থানে পৌঁছানো হবে বলে সি এন্ড এফ এজেন্টরা সাংবাদিকদের জানিয়েছেন।
দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনের সুপারিনটেনডেন্ট মীর লিয়াকত আলি জানান গত বছরের সেপ্টেম্বর মাসের পর এ বছর এই প্রথম পেয়াজের বড় চালান দর্শনা বন্দরে প্রবেশ করল। চাহিদা মোতাবেক আমদানি করা আরো পেয়াজ পর্যায়ক্রমে আসবে বলে তিনি জানিয়েছেন।