চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলামের নির্দেশে আঁখি কে রক্তদিয়ে জীবন বাঁচালেন পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব লুৎফুল কবির। মেহেরপুর জেলার মুজিবনগর থানাধীন আনন্দবাস গ্রামের জনৈক আসাদুল ইসলাম এর মেয়ে আঁখি(১৪) আটো থেকে পড়ে গিয়ে পা ভেঙ্গে যায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে অপারেশনের জন্য জরুরী রক্তের প্রয়োজন দেখা দেয়।চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম এর নিকট ফোন দিয়ে জানালে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব লুৎফুল কবির আহত আঁখি কে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে উপস্থিত হয়ে রক্তদান করেন।