মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় হাকিমপুর (হিলি) ডিগ্রী কলেজ মাঠে শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র তুলে দেন জয়পুরহাট ২০ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ ফেরদৌস রহমান টিটা ।
এসময় হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবদার তবিবুর রহমান, হিলি বিওপির ক্যাম্প কমান্ডার সুবদার সালাইমান আলী, হিলি আইসিপি ক্যাম্পের হাবিলদার মঞ্জুরুল ইসলাম ও ক্যাম্পের হাবিলদার সেলীন রোপারীসহ অনেকে উপস্তিত ছিলেন।
লেঃ কর্ণেল মোহাম্মদ ফেরদৌস রহমান টিটো বলেন, ঘন কুয়াশা আর কনকনে শীতে কাঁপছে অনেক অসহায় হতদরিদ্র মানুষ। জয়পুরহাট ২০ ব্যাটলিয়ানের আওতায় সীমান্তের ৯টি বিওপি ও ৩টি বিশেষ ক্যাম্পে মোট ২ হাজার শীতার্তদের মাঝে কম্বল ও সুয়টার বিতরণ করা হয়।