জীবননগর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন শিকড় সমাজকল্যাণ সংস্থার সদস্যদের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন চুয়াডাঙ্গা ২ আসনের মাননীয় সংসদ সদস্য ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মোঃ আলী আজগার টগর।আজ মঙ্গলবার (২৬ জানুয়ারী) বিকালে দর্শনা তে তার নিজস্ব অফিসে জীবননগর উপজেলা শিকড় সমাজকল্যাণ সংস্থা’র সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন চুয়াডাঙ্গা ২ আসনের জনপ্রিয় এই নেতা।সৌজন্য সাক্ষাতের প্রথমে শিকড় সমাজকল্যাণ সংস্থার পক্ষে থেকে এমপি আলী আজগার টগর কে ফুলের শুভেচ্ছা জানান। এ সময় শিকড় সমাজকল্যাণ সংস্থার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড দেখে প্রশংসা প্রকাশ করেন এমপি আলী আজগার টগর। এবং তিনি সব সময় শিকড় সমাজকল্যাণ সংস্থার সাথে থাকবেন বলে প্রত্যাশা দিয়েছেন। এবং শিকড় সমাজকল্যাণ সংস্থার প্রতি দিকনির্দেশনা মূলক উপদেশ দেন। উক্ত সময় উপস্থিত ছিলেন মিঠুন মাহমুদ ,তুহিন, মফিজ,লাবনী, মিম,ওমর,রমজান, তূর্ণা,চপল,সাদিয়া,কামরুন্নাহার,সোহেল রানা।
জীবননগরে শিকড় সমাজকল্যাণ সংস্থার সাথে সৌজন্যে সাক্ষাৎ করলেন এমপি টগর
বিভাগ: চুয়াডাঙ্গার সংবাদ | তারিখ :
বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১,১২:১০ pm
রিপোর্টার:
নিজস্ব প্রতিবেদক

সংবাদ শিরোনাম:
Web Developer: sm Desgin And Server Management by : Salekin Mia 24 Hour Help Line Sagor Developer : 01867010788