চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডে পেয়ারাতলা পশ্চিমপাড়া শত্রুতামূলক ভাবে
৩ গাভী গরু কে খাবারের সাথে বিষ মিশিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার রাত ৮ টায় শত্রুতামূলক ভাবে গরুর খাবারের সাথে বিষ মিশিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী। বিষ খাওয়ানোর কিছুক্ষণ পরই একটি মারা যায় । মারা যাওয়া গরুটাকে মাটির নিচে পুতি দিয়ে বাড়ি এসে দেখে আরো দুইটা গরু কাঁপতে শুরু করে এবং কিছু সময়ের মধ্যে ২টি গরু মারা যায়। তবে তার ধারণা পূর্ব থেকেই কেউ গরুর দাবাই বিষ মিশিয়ে রেখেছিলো।
ফলে সেগুলো খাওয়ার পরই গরু গুলি মারা যায়। শুক্রতার জেরে কেউ এ অমানবিক কাজ করেছে বলে করুন মালিক অভিযোগ করেন। মারা যাওয়া গরুর আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা বলে মালিক জানিয়েছেন। এ ব্যাপারে গরুর মালিক সন্দেহ ভাবে কাউকে দোষারোপ করেন নি।
এবিষয়ে পোরশা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে খাদ্যদ্রব্যে বিষক্রিয়ার কারণেই গরু গুলি মারা গেছে বলে তিনি ধারণা করছেন। তবে পরীক্ষা নিরীক্ষার জন্য খাদ্যগুলির আলামত জব্দ করা হয়েছে। পরীক্ষা করার পরে আসল রহস্য বেরিয়ে আসবে বলেও তিনি জানিয়েছেন। একই দিনে ৭টি গরুর মৃত্যুতে খামার মালিক আফজাল হোসেন ও তার ছেলে আব্দুল করিম মর্মাহত হয়ে পড়েছেন।