দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামবাসি একটু খেলা প্রেমি মানুষ। ছোট একটি গ্রাম ভালো মন-মানসিকতা থাকার জন্য একের পর নতুন নতুন খেলার আয়োজন করে বিভিন্ন দিক দিয়ে সুনাম অর্জন করে আসছে। মাদক কে না বলি বিভিন্ন ধরনের খেলাধুলায় লিপ্ত হয় এই কথাকে ব্যক্ত করে, যুবসমাজকে বিভিন্ন নেশা থেকে বিরত রাখতে বিশাল ভলিবল টুর্নামেন্টের আয়োজন করেছে। আজ শনিবার (২০ ই ফেব্রুয়ারী) সকাল ১১ঃ০০ ঘটিকার সময় কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে ডে- নাইট ভলিবল -২০২১ টুর্নামেন্টের আয়োজন করেছে। একই সাথে প্রত্যেক দলের জন্য সামন্য কিছু প্রীতিভোজের আয়োজন করে আরো বেশি সুনাম অর্জন করেছে তাঁরা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মোঃ নজির আহম্মেদ (সাধারন সম্পাদক কার্পাসডাঙ্গা ইউনিয়ন শাখা) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মোঃ আশরাফ আলী ( সাধারন সম্পাদক ৭নং ওয়ার্ড কানাইডাঙ্গা),মোঃ সিরাজুল ইসলাম ( প্রাক্তন ইউপি সদস্য), মোঃ আব্দুল হামিদ (স্বাবেক জিএস দর্শনা সরকারি কলেজ), মোঃ সাইফুল ইসলাম (ক্রিড়া শিক্ষক কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজ)। উক্ত খেলার সভাপতিত্ব করেন মোঃ আসাদুজ্জামান ( ইউপি সদস্য ৭নং কানাইডাঙ্গা)।সম্পাদনার দায়িত্ব পালন করবেন এলাকার কৃতি সন্তান কানাইডাঙ্গা যুবকদের অভিভাবক মোঃ মোস্তফা কামাল ( সাধারণ সম্পাদক কানাইডাঙ্গা খাল পাববস লিমিটেড)।

প্রধান উপদেষ্টায় ও টুর্ণামেন্ট পরিচালনা কমিটির মূখ্য ভূমিকা পালন করবেন গ্রামের আরেক কৃতি সন্তান মোঃ আলমগীর কবির লাভলু ( কানাইডাঙ্গা সিপি)।এছাড়া পরিচালনা কমিটিতে থাকবেন মোঃ আজিজ, মোঃ সাগর বিশ্বাস, মোঃ রাকিব হাসান সহ আরো অনেকই।উক্ত খেলায় আরো অতিথি হিসেবে যারা উপস্থিত ছিলেন তাঁরা হলেন মোঃ ফেরদাউসুর রহমান ( প্রধান শিক্ষক কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়), মোঃ আব্দুল মালেক,মোঃ জাহাঙ্গীর আলম ( প্রভাষক শৈলকোপা সরকারি কলেজ), মোঃ জামশেদ আলী (এফপিআই),মোঃ মিজানুর রহমান ( শিক্ষক), মোঃ আব্দুল সাত্তার (একটি বাড়ি একটি খামার জেলা সমন্বয় অফিসার মেহেরপুর সদর),মোঃ দেবাশিষ বিশ্বাস( যুবলীগ সভাপতি ৭নং ওয়ার্ড),মোঃ রেজাউল করিম, মোঃ গনি মেম্বার, মোঃ জাহিদুল ইসলাম ( এএসআই কার্পাসডাঙ্গা ক্যাম্প) সহ আরো অনেকই উপস্থিত ছিলেন। টুর্ণামেন্টে কানাইডাঙ্গা একাদশ চাঁদপুর একাদশকে ২-০ সেটে পরেজিত করেন। ম্যান অফ দ্যা ম্যাস নির্বাচিত হন মোঃ শুভ ও ম্যান অফ দ্যা সিরিজ হন মোঃ শফিকুল ইসলাম রিকু।ছোট একটি গ্রামে এমন একটা বড় ভলিবল টুর্নামেন্টের আয়োজনে হাজার হাজার জনতার ঢল সেই সাথে অনেক সুনামের সাথে খেলাটির সমাপ্তি হয়।