করোনাভাইরাসের চলমান চতুর্থ ঢেউয়ে বিপর্যস্ত ভারত। ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে এবার দেশটির রাজধানী দিল্লিতে নাইট কারফিউ জারি করা হয়েছে। আজ মঙ্গলবার থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত এই কারফিউ জারি থাকবে। -এনডিটিভি
জানা গেছে, বেসরকারি চিকিৎসক, নার্স এবং অন্যান্য মেডিক্যাল স্টাফদের চলাফেরার জন্য আইডি কার্ড সাথে রাখা বাধ্যতামূলক। গর্ভবতী নারী এবং জরুরি চিকিৎসা প্রয়োজন এমন লোকজন এসব নিয়মের বাইরে থাকবেন। এছাড়া যে কোনো জরুরী প্রয়োজনে ই-পাস নিয়ে বের হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। করোনা ভাইরাসে ভারতে আক্রান্ত বেড়ে ১ কোটি ২২ লক্ষ ছাড়িয়েছে।