৬৪ মাত্রার নাচের দৃশ্যে অংশগ্রহণ করে ঢাকার চলচ্চিত্রে প্রথম হয়ে আছেন ববিতা: কেয়া।। দীর্ঘ বিরতি পার করে নায়িকা কেয়া যখন চলচ্চিত্রে আবার ফিরে আসেন, শিল্পটি তাকে সাদরেই গ্রহণ করেছে।
এসেই তিনি রাকিবুল ইসলাম রকিবের দুইটি ছবিতে কাজ করেছেন। এছাড়া কাজ করছেন শাপলা মিডিয়া প্রযোজিত আলী আজাদের ‘বনলতা’ ছবিতে। শাপলা মিডিয়া ঘোষিত একশ’ ছবির প্রথম ধাপের ১০টি ছবির মধ্যে একটির কাজ শেষ হয়েছে। অবশিষ্টগুলোর কাজ চলমান রয়েছে।
তবে পরিচালক সমিতির নির্বাচনের জন্য ছবিগুলোর কাজ ৪ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখা হয়েছিল। এর মধ্যেই কোভিডের প্রকোপ বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত ‘চলাচলে নিষেধাজ্ঞা’ শুরু হয়েছে ৫ এপ্রিল থেকে। অবশ্য এই চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এক সপ্তাহের জন্য। এই পরিস্থিতিতে কেয়া ঘরেই আছেন। বললেন, যে ছবিগুলোর কাজ চলমান আছে, সেগুলো ছাড়া আর নতুন কোনো ছবিতে তিনি চুক্তিবদ্ধ হননি। কেয়া কখনো নিজেকে শুধু বড় পর্দায় নিজেকে সীমাবদ্ধ রাখেননি।
অভিনয়ের পাশাপাশি তিনি বেশ কিছু বিজ্ঞাপনচিত্রেও অভিনয় করেছেন। কেয়া জানান, তিনি এ পর্যন্ত ৩০টির বেশি ছবিতে অভিনয় করেছেন। বলেন, ‘সব ছবির নাম মনে নেই আমার।’ তিনি এই নিয়ে কোনো ডাইরিও ব্যবহার করেন না। কথা প্রসঙ্গে কেয়া বলেন, ‘নির্মাতারা আমাকে চরিত্র অনুসারেই কাস্ট করছেন। আমার বিপরীতে কাকে নেওয়া হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ নয়।’ কেয়াকে একটি গুরুত্বপূর্ণ চরিত্র দিয়ে তার ওপর নির্ভরশীল হওয়া যায়, যা সব শিল্পীকে নিয়ে ভাবা যায় না। চলচ্চিত্রে দুই দশক পার করেছেন কেয়া। নানা ষড়যন্ত্র, নানা বাধা অতিক্রম করেই তাকে চলচ্চিত্রে টিকে থাকতে হয়েছে।
প্রথম ছবি ‘কঠিন বাস্তব’-এ ৬৪ মাত্রার একটি নাচের দৃশ্যে অংশগ্রহণ করেই তিনি আলোচনায় চলে আসেন। কেয়া জানান, তার আগে এ ধরনের নাচের দৃশ্যে অংশ নিয়ে ঢাকার চলচ্চিত্রে প্রথম হয়ে আছেন ববিতা। ২০১৫ সালে তার সর্বশেষ মুক্তি পায় ‘ব্ল্যাকমানি’ ছবিটি। এরপর তিনি দৃশ্যপটের আড়ালে চলে যান। অনেকে ভেবেছিলেন কেয়া ক্যারিয়ারের যবনিকাপাত ঘটিয়েছেন।
তার ফিরে আসার মধ্য দিয়ে তা ভুল প্রমাণিত হলো। তার অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে – হৃদয়ের বন্ধন, মিশন শান্তিপুর, দিওয়ানা মাস্তান, টোকাই থেকে হিরো, থামাও অপরাধ, সাহসী মানুষ চাই, নষ্ট, রাঙা মাস্তান, জ্যান্ত লাশ, আন্ডারওয়ার্ল্ড, রাজধানীর রাজা, পাল্টা আক্রমণ, কঠিন বাস্তব, ভালবাসার শত্রু, মহব্বত জিন্দাবাদ, মনে বড় কষ্ট, সেই তুফান, রংবাজ বাদশা, খুনের পরিণাম, চাই ক্ষমতা, ডেঞ্জার হিরো, তুমি শুধু আমার, তুমি কি সেই, বন্ধু তুমি শত্রু তুমি, প্রেমিক নাম্বার ওয়ান, আয়না কাহিনী, মাস্তান সম্রাট, আজকের রূপবান, ব্ল্যাকমানি ও আত্ম ঘাতক।