চুয়াডাঙ্গায় করোনা ভাইরাস ২য় ডোজের ৩৯শ এ্যাম্পুল ভ্যাকসিন এসে পৌছিয়েছে। প্রথম বার যারা করোনা ভাইরাস প্রতিরোধের জন্য ভ্যাকসিন গ্রহণ করেছিলেন তাদের প্রদান করা হবে। চুয়াডাঙ্গায় এলো করোনার ২য় ডোজের ভ্যাকসিন চুয়াডাঙ্গায় এলো করোনার ২য় ডোজের ভ্যাকসিন
বুধবার সকালে ঢাকার গাজিপুর টঙ্গি বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল থেকে চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসে এসে পৌছায় ভ্যাকসিন।
সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বলেন, চুয়াডাঙ্গার জন্য বরাদ্দ ৩৯ হাজার ডোজ করোনার ভ্যাকসিন বুধবার ১১টায় এসে পৌছিয়েছে। ভ্যাকসিন গুলো গ্রহণের পর নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে চুয়াডাঙ্গায় ২য় ডোজের ভ্যাকসিন দেওয়া শুরু হবে। করোনা ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন কার্যকরি ভূমিকা পালন করবে। ঢাকার গাজিপুর টঙ্গি বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল থেকে এ ভ্যাকসিন গুলো চুয়াডাঙ্গায় আসে।
চুয়াডাঙ্গার চারটি উপজেলায় চাহিদা অনুসারে বন্টন করা করা হবে ভ্যাকসিন গুলো।
ভ্যাকসিন গ্রহণ করেন সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আওলিয়ার রহমান, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের কুষ্টিয়া ডিপো ইনচার্জ আরিফ হোসেন প্রমুখ।