ছবি: মানবতা টিভি
রাসেল হোসেন মুন্না জীবননগর প্রতিনিধি :জীবননগর উপজেলার উথলী গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে উথলী বাসস্ট্যাণ্ডের মোবাইল মেরামতকারী মিস্ত্রী সাহাবুল ইসলাম ছোটন (২২) সেনেরহুদা গ্রামের মাঝের পাড়ায় কলেজ পড়ুয়া এক মেয়ের সাথে অসামাজিক কাজে লিপ্ত থাকার কারণে পুলিশের হাতে আটক হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে সময় দর্শনা রিয়াদ আবাসিক হোটেল থেকে তাদের আটক করে দর্শনা থানা পুলিশ।এ ঘটনায় হোটেলটির মালিক দর্শনার চাঁদপুর গ্রামের সাবদার আলীর ছেলে শাহিন রেজা (৩৫) এবং কর্মচারী দোস্ত গ্রামের বাবুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৮) ও পুলিশের হাতে আটক হয়েছে।ঘটনাসূত্রে জানা যায়, উথলী গ্রামের মৃত আশকার আলীর ছেলে সাহাবুল ইসলাম ছোটন পেশায় একজন মোবাইল মেরামতকারী মিস্ত্রী। অনেক আগেই সে বিয়ে করেছে। কিন্তু বিয়ের আগে থেকেই সে বিভিন্ন মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাদের সাথে বিভিন্ন হোটেলে রাত্রিযাপন করে। বিয়ের পরেও সে তার অভ্যাস পাল্টাতে পারেনি।পূর্বের ঘটনার ধারাবাহিকতায় বুধবার দুপুরে সে পাশ্ববর্তী সেনেরহুদা গ্রামের জনৈক এক ব্যক্তির কলেজ পড়ুয়া মেয়েকে নিয়ে দর্শনার একটি হোটেলে উঠলে গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি পুলিশের কানে যায়। ওসির নেতৃত্বে দ্রুত দর্শনার রিয়াদ আবাসিক হোটেলে উপস্থিত হয় এএসআই মহিউদ্দিনসহ সঙ্গীয় ফোর্স। ছেলে মেয়ে দুজনসহ হোটেল মালিক শাহিন রেজা ও কর্মচারী রবিউল ইসলামকে আটক করে দর্শনা থানা পুলিশ।আটকের পর তারা তাদের দোষ স্বীকার করে জানায়, তাদের সম্পর্ক দীর্ঘদিনের।তবে এ ধরনের অনৈতিক কাজের জন্য হোটেল মালিকসহ আটককৃত সবার যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় সেজন্য স্থানীয়রা পুলিশকে অনুরোধ করেছেন।এমন কিছু হোটেল মালিকদের কারনে আজ দর্শনার বাকি হোটেলের সুনাম নষ্ট হতে চলেছে। দর্শনা বাসির দাবি এমন শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হয় যেন এমন কাজে আর কোন হোটেল মালিকরা না করে।