ছবি: মানবতা টিভি
আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার ভোগাইল বগাদি তে পুত্রবধূর অশ্লীল ছবি ফেসবুকে ভাইরাল এর অভিযোগ উঠেছে। তথ্য যোগাযোগ ও প্রযুক্তির মাধ্যমে গত কয়েকদিন পূর্বে ফেসবুক SHKofkfkfjv আইডিতে ভাইরাল হয়েছে, আলমডাঙ্গা উপজেলা ভাংবাড়িয়া ইউনিয়নের ভোগাইল বগাদি গ্রামের গ্রামের গাংপাড়ার শামসুল হকের মেয়ে একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে শান্ত হোসেনের স্ত্রী আখি খাতুনের নগ্ন ছবি । গণমাধ্যমে আঁখি খাতুন এর অশ্লীল ছবি ছড়িয়ে পড়লে স্থানীয়রা তাদের পরিবারকে অবগত করেছেন। এ বিষয়ে গত পরশু শনিবার দিনগত রাত নয়টার দিকে আঁখি খাতুন ও তার দ্বিতীয় স্বামী শান্ত হোসেন আসমানখালী পুলিশ ক্যাম্পে উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। পার্শ্ববর্তী খোরদ গ্রামে রোকমুল হোসেনের ছেলে মালয়েশিয়া প্রবাসী ইমরান হোসেনের সাথে বছর দুয়েক পূর্বে আঁখি খাতুন এর পারিবারিক মতে বিবাহে আবদ্ধ হয়েছিল এরই মাঝে আঁখি খাতুন ও ইমরান হোসেনের সাংসারিক জীবন থেকে তালাকপ্রাপ্ত হয়েছে। আঁখি খাতুন মন স্টপ ধারণা করে তার প্রথম স্বামী ইমরান হোসেনের নামে আসমানখালী পুলিশ ক্যাম্পে একটি লিখিত অভিযোগ করেন এ ছবি তার প্রথম স্বামী ইমরান হোসেন এবং ছবি ছাড়া পরিকল্পনাকারী হিসেবে আরও তিনজনকে সাথে জড়িয়ে নিয়েছে এরা হলেন ইমরান হোসেনের পিতা রোকবুল হোসেন তার জামাই মালয়েশিয়া প্রবাসী মতিন হোসেন এবং তার মেয়ে তানিয়া খাতুন মোট ৪ জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করে আঁখি খাতুন। এ বিষয়ে ইমরান হোসেনের সাথে কথা বললে তিনি বলেন আঁখি খাতুনের সাথে বছর দুয়েক আগে আমার পারিবারিক মতে বিবাহ হয়েছিল এবং এরই মাঝে তার সাথে আমার সাংসারিক জীবন থেকে বিচ্ছেদ হয়েছে পরে আমি অন্য মেয়ের সাথে বিয়ে করেছি এবং আমি সংসার করছি। এছাড়া আঁখি খাতুন এর কোনো ছবি আমার কাছে নাই এবং আমি কোনো ছবি ফেসবুকে ছাড়ে নাই ।